এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের শুভ সূচনা। আফগানিস্তানকে হারিয়ে আসরের যাত্রা শুরু টাইগার যুবাদের।
হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে আসরে নেমেছে বাংলাদেশ। আজ প্রথম ম্যাচে হারায় আফগানিস্তানকে।
আজ শনিবার দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৩ রান তোলে আফগান যুবারা।
দলের হয়ে সর্বোচ্চ ১০৩ রান করেন ফয়সাল শিনোজাদা। এ ছাড়া উজাইরউল্লাহ নিয়াজাই ৪৪, আজিজউল্লাহ মিয়াখিল ৩৮ ও ওসমান সাদাত ৩৪ রান করেছেন। শেষদিকে ১৬ বলে ২৬ রানের ক্যামিও ইনিংস খেলেন আব্দুল আজিজ।
বাংলাদেশের পক্ষে ইকবাল হোসেন ইমন ও শাহরিয়ার আহমেদ ২টি করে এবং সাদ ইসলাম, সামিউন বসির ও রিজান হোসেন একটি করে উইকেট শিকার করেছেন।
৩০০ বলে ২৮৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ৭ বল হাতে রেখেই ৩ উইকেটের জয় পায় বাংলাদেশ। টার্গেট তাড়ায় উড়ন্ত সূচনা করেন দুই ওপেনার জাওয়াদ আবরার ও রিফাদ বেগ। তারা উদ্বোধনীতে ১৫১ রানের জুটি গড়েন। তাদের এই পার্টনারশিপেই জয়ের ভিত গড়ে।
কিন্তু দুর্দান্ত ব্যাটিংয়ের পরও সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন জাওয়াদ। তিনি ১১২ বল মোকাবেলা করে ১২টি চার আর ৬টি ছক্কার সাহায্যে ৯৬ রান করে ফেরেন। ৬৮ বলে ৫টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৬২ রান করেন রিফাত। ৪৮ বলে দুই চার আর তিন ছক্কায় ৪৭ রান করেন অধিনায়ক আজিজুল হাকিম।

